পোস্ত বাঙালির খুব পছন্দের সেটা “পোস্তর বড়া” হক কিংবা “আলু পোস্ত”। “পোস্তর বড়া” বা “Postor Bora” বানানো খুবই সহজ আবার খেতেও সুস্বাদু, বিশেষ করে গরম গরম ভাতের সাথে। এবং এটি বানাতে খুব বেশি সময়ও লাগে না। তাই চলুন আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক যে কিভাবে অল্প সময়ের মধ্যে বানানো যায় সুস্বাদু পোস্তর বড়া (Postor Bora Recipe)।
প্রথমে একটা প্যান বা কড়াই গরম করে তাতে পোস্তর দানা গুলো ২ মিনিটের জন্য ভেজে নিন (ভাজার সময় কোনো রকম তেল ব্যবহার করবেন না)।
তারপর সেই পোস্ত গুলো গ্রাইন্ডার বা শীলে করে ভালো করে বেটে নিন।
একটি পাত্রে পোস্ত বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ও স্বাদ অনুযায়ী লবণ যোগ করে খুবই অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মাখিয়ে নিন, খেয়াল রাখবেন মিশ্রণটি যেন খুব নরম না হয়ে যায়।
মাখানো হয়ে গেলে হাতে করে ছোট ছোট বল তৈরি করুন এবং দুই হাতের মাঝে রেখে একটু চাপ দিয়ে চেপ্টে দিন।
আবার অল্প পরিমাণ কাঁচা পোস্ত নিন এবং তৈরি করা বল গুলোতে একটু করে মাখিয়ে নিন।
কড়াইয়ে তেল গরম করুন এবং মাঝারি আঁচে ৪-৫ মিনিট ধরে ভালো করে দুই পাশ ভেজে নিন, বেশি আঁচে ভাজবেন না কারণ পুড়ে যাওয়ার ভয় থাকে।
ভাজা হয়ে গেলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন পোস্তর বড়া (Postor Bora)।
Notes
নিরামিষ দিনে একই ভাবে খালি পেঁয়াজ বাত দিয়ে বানিয়ে ফেলতে পারেন নিরামিষ পোস্তর বড়া (Niramish Postor Bora)।
আপনার বাদাম ভালো লাগলে বাদামও যোগ করতে পারেন।
পোস্তর পরিমাণ অল্প থাকলে চাল গুড়ি বা সিদ্ধ আলু যোগ করতে পারেন।
Keyword Postor Bora, Postor Bora Recipe, পোস্তর বড়া